
রবিবার ৩০/০৪/ ২০২৪ তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ফুলপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।