
সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেন্ট)
২০২৪ - ২৫ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভা।
১৪-০৭-২০২৪ তারিখে রবিবার পৌরসভার কার্যালয়ের হলরুমে আয়োজিত বাজেট অধিবেশন পরবর্তী আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌরসভার কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বাজেট পেশ করেন।
সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন পৌরসভার কিংবদন্তি মেয়র মিস্টার শশধর সেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ছালেহ আহাম্মদ প্যানেল মেয়র ০২, সকল কাউন্সিলর বৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রায়হান কায়সার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেয়র বলেন, ফুলপুর পৌরসভা সম্ভাব্য সব বাধা মোকাবেলা করে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আগামী অর্থবছরের জন্য ৫৮কোটি ৭২ লক্ষ ৩০ হাজার ৬ শত ৭২ টাকার বাজেট ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে যত অত্যাচার- নির্যাতন সহ্য করেছি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়ে সব ভুলে গেছি ।
এই প্রতীকে আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় আমি আধুনিক শহর বিনির্মাণের নিরলস উদ্যোক্তা ও টেকসই উন্নয়নের আগামী পথ প্রদর্শক জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চির কৃতজ্ঞ।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, ০১ কোটি ৩৫ লক্ষ টাকা প্রায় ঋণের দায়িত্ব নিয়েছিলাম। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে এ পর্যন্ত ২৯ লাখ টাকার বেশি ঋণ পরিশোধ করেছি।
পাশাপাশি বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। ফুলপুর নগরবাসীকে সার্বিক সুযোগ-সুবিধা ও মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। শহরটিকে পরিচিত রাখতে ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়নের সকল সীমাবদ্ধতা অতিক্রম করে কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমরা নাগরিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।
মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নোত্তরে বলেন, ফুলপুরে নাগরিক সেবার বিশেষ করে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে নগরের বিভিন্ন স্টেশনে ময়লা রাখার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা বারবার বলছি আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন এবং পরিবেশ সুন্দর রাখুন।
পরিশেষে তিনি বলেন, ফুলপুর পৌরসভা কে অর্থনৈতিক অবকাঠামোসহ, জলাবদ্ধতা, বিনোদন কেন্দ্রিক পার্ক, রাস্তা ড্রেন, লাইটিং, এগুলি করতে গেলে আরো অধিক হারে বাজেট প্রয়োজন।