
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী নানামূখি পদক্ষেপ গ্রহণ করছেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ইউএনও মিজাবে রহমত।
ঘোষণা, প্রতিশ্রুতি, চুক্তি এবং বাস্তবায়ন প্রতিটি শব্দ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। মানুষ প্রতিনিয়ত নানামূখি প্রতিশ্রুতির কথা শোনে কিন্তু সেই প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই অপেক্ষায় থাকে মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা জনাব মিজাবে রহমত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলাধীন প্রতিটি বিদ্যালয়ের নিয়মিত সার্বিক খোঁজ নিয়ে যতধরনের সমস্যা আছে প্রতিটি সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করছেন তারাকান্দা-ফুলপুরের জাতীয় সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক।
তারাকান্দার গালাগাও ইউনিয়নের বহেরাকান্দি নবসরকারী প্রাথমিক বিদ্যালয়টির কোন ভবন না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় বিদ্যালয়ের পুরাতন একটি টিনসেড গৃহ থাকলেও অবস্থা নাজেহাল। পুরাতন শ্রেনিকক্ষের গৃহটি দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও মিজাবে রহমত।
তিনি বলেন,
উক্ত কাজটি ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল দ্বারা বাস্তবায়নে সহযোগিতা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রহমান তালুকদারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।