জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ রবিবার ২৪/০৯/২০২৩ তারিখে সকাল ১০.৩০ ঘটিকায় সার্কিট হাউজ সংলগ্ন মাঠে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জনাব উম্মে সালমা তানজিয়া।
আয়োজনের সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।