ঢাকা,   রোববার ১২ মে ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম শুরু 

সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেন্ট) 

প্রকাশিত: ১৮:০১, ২৮ এপ্রিল ২০২৪

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম শুরু 

ডেঙ্গু প্রতিরোধে ২৮/০৪/২৪ তারিখ রবিবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম শুরু করেছে।

রবিবার  সকালে আর কে মিশন রোড এলাকায় একটি নির্মানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডা.এইচ কে দেবনাথ এবং খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ভবন মালিককে প্রাথমিক ভাবে সচেতন করেন। 

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ কে দেবনাথ জানান, কোন নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা জরিমানার আওতায় আনা হবে। সিটি কর্পোরেশনের এই অভিযান চলমান থাকবে। 

একই সময় সাধারণ জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন এবং তিন দিনের বেশি কোথাও যেন পানি জমে না থাকে সেই বিষয়ে নাগরিকগণকে  সচেতন করেন।
 

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়