সেকান্দর আলী (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার  হিজড়াদের মাঝে শীতব্স্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার  ১৮ ফেব্রুয়ারি বেলা ১১ঃ০০ টার সময় 
ফুলপুরে বসবাসরত তৃতীয় লিঙ্গ এর মাঝে  এই শীত বস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, বাংলাদেশে হিজরারা ‘হিজড়া’ বা ‘হিজরা’ হিসেবেই পরিচিত হবেন৷ তাঁদের নারী অথবা পুরুষের পরিচয় ধারণ করতে হবেনা৷ ২০১৩ সালে মন্ত্রিসভা হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷
, বাংলাদেশে হিজরারাও আলাদা একটি লিঙ্গ হিসেবে স্বীকৃত পেয়েছে৷ তবে প্রচলিত ধারণাকে ভেঙে এই তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পাশাপাশি সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য বেসরকারি উদ্যোগ প্রয়োজন।





































