ঢাকা,   সোমবার ২৯ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী কর্মী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

প্রকাশিত: ২০:১১, ১৫ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী কর্মী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন ভিাগ। বৃহস্পতিবার অপস মাহির নামে এক অভিযানে এদের আটক করা হয়।

জোহর রাজ্যের  ইমিগ্রেশন পরিচালক বাহারউদিন তাহির জানিয়েছেন,  বৃহস্পতিবার বিকেলে অভিযানে ৩১৮ জন দেশি-বিদেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ৫৬ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে তাহির বলেন, বৈধ পারমিট বা পাসপোর্ট ছাড়াাই বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল।

“আটককৃতদের মধ্যে ১৩ জন চীনা নাগরিক, ১২ জন পাকিস্তানি, ১২ জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয়ান, সাতজন মিয়ানমারের নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি। যাদের বয়স ২১ থেকে ৪৮ বছর।

 

বাহারউদ্দিন বলেন, আটককৃতরা, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১) এর অধীনে প্রবিধান লঙ্ঘনে আরও ব্যবস্থার জন্য তাদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়