
মাত্র ৪৮ রানে নেই ৮ উইকেট। এরফলে ফলোঅনের শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে করতে হবে ৩৭৬ রান। টিকে থাকার লড়াইয়ে এখন আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।
একটা সময় ৭০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যাওয়া স্বাগতিক দল প্রথম ঘণ্টা পার করে ২৩ ওভারে ৮ উইকেটে ৮২ রান তুলেছে। এ সময় তাইজুল লেগ বিফোরে আউট হতে পারতেন। আম্পায়ার্স কলে বেঁচেছেন তিনি।
দুই প্রান্তে রাবাদা-প্যাটারসনের আক্রমণে পুরোপুরি খেই হারিয়েছে বাংলাদেশের ইনিংস। ২ রানের ব্যবধানে হারিয়েছে চার উইকেট। মুশফিকের আউটের পরের ওভারে রাবাদার এক ওভারেই জোড়া শিকারে বিদায় নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত মাহিদুল ইসলাম।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ৩৮ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে চালকের আসনে রয়েছে সফরকারীরাই। তৃতীয় দিন কঠিন চাপে থেকেই নতুন দিনের চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে।
গতকাল খেলা হয়েছে ৯ ওভার। আলোর স্বল্পতায় ম্যাচ শেষ হওয়ার আগে ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত (৪) ও মুমিনুল হক (৬)। গতকাল বাংলাদেশের টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। বিদায় নিয়েছেন সাদমান, জাকির ও জয়।
চারটি উইকেটের দুটি নিয়েছেন পেসার কাগিসো রাবাদা। একটি করে নিয়েছেন ডেন প্যাটারসন ও কেশব মহারাজ।
এসএটি/জেডএম