ঢাকা,   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

ট্রেন দুর্ঘটনায় নিহত সবজি বিক্রেতা আসলামের পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেট) 

প্রকাশিত: ১৪:১৪, ৩ এপ্রিল ২০২৪

ট্রেন দুর্ঘটনায় নিহত সবজি বিক্রেতা আসলামের পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

২০২৩ সালে ১৩ ডিসেম্বর দুর্বৃত্তরা রেলে নাশকতার চেষ্টায় জয়দেবপুর-ময়মনসিংহের কেটে রাখা রেলপথে গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত হন ট্রেন যাত্রী ময়মনসিংহের গফরগাঁওের  সালটিয়া ইউনিয়নেরর রৌহা গ্রামের আসলাম মিয়া (৩০)। 

আসলাম মিয়া গফরগাঁও এলাকায় প্রত্যন্ত অঞ্চল থেকে মুরগী ও সবজি কিনে ঢাকায় বিক্রি করতেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হঠাৎ করে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন তিন সন্তানের জননী আসলামের  স্ত্রী  ফাতেমা খাতুন।

 উল্লেখ্য যে, প্রাথমিকভাবে গত জানুয়ারি মাসের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা সহ দুইটি ছাগল দেওয়া হয়েছিলো।  

পরবর্তীতে তিন সন্তানদের পড়াশোনা এবং ভরণপোষণের নিমিত্তে  ফাতেমা খাতুনের হাতে একটি ব্যাটারী চালিত রিকশার চাবি তোলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম।
 

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়