ঢাকা,   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

ময়মনসিংহের ফুলপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে বেদে পল্লীতে ঈদ উপহার বিতরণ

সেকান্দর আলী ( স্টাফ করেসপন্ডেন্ট)

প্রকাশিত: ১৭:৫০, ১৩ এপ্রিল ২০২৪

ময়মনসিংহের ফুলপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে বেদে পল্লীতে ঈদ উপহার বিতরণ

"কথায় আছে মানুষ মানুষের জন্য" ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে ঈদের আনন্দ কে দ্বিগুণ  করতে ১০/০৪/২৪ তারিখে বিকাল পাঁচটার সময়  ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় বেদে সম্প্রদায়ের মাঝে  উত্তরণ  ফাউন্ডেশন এর আয়োজনে, জেলা পুলিশ সুপার  জনাব    মাছুম আহাম্মদ ভূঞা এর নির্দেশনায় ফুলপুর থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহাবুবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায়, সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেলের  উপস্থিতিতে ২৪টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন।

 ঈদ উপহারের পণ্য সামগ্রীর মধ্যে ছিল আতব  চাল এক কেজি, সেমাই এক প্যাকেট, প্যারাসুট নারিকেল তৈল এক বোতল, সাবান একটি, চিনি আধা কেজি, মুরগি এক কেজি ৭০০ গ্রাম ও মেহেদি দুই প্যাকেট। 

সরে জমিনে খোঁজ নিয়ে দেখা যায়, এসব ঈদ উপহারের পণ্য সামগ্রী পেয়ে বেদে পল্লীতে বাড়তি আনন্দের জোয়ার এসেছে। বিভিন্ন বিজ্ঞ মহল বলেন, গরিব অসহায়, দারিদ্র ও বিভিন্ন সম্পাদয়ের ছিন্নমূল জনগোষ্ঠীকে ঈদ উপহার দেওয়া সত্যিই একটি মানবিক ও উদারতার কাজ। 

পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন মানবিক  সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ , যৌথভাবে সবাই  এগিয়ে আসলে অনন্তপক্ষে ঈদ উদযাপনে কোন পরিবারে বঞ্চিত হবে না বলে আমরা আশা করি। পুলিশের এসব ঈদ উপহার কে আমরা স্বাগত ও অভিনন্দন জানাই।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়