ঢাকা,   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

ময়মনসিংহে জেলা প্রশাসন কর্তৃক নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত

সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)

আপডেট: ২২:০৬, ১৪ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে জেলা প্রশাসন কর্তৃক নানা আয়োজনে  বাংলা  নববর্ষ ১৪৩১ উদযাপিত

আজ পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ।

জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, 'মুছে যাক গ্লানি' এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমন্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। 

আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে ময়মনসিংহ। এ উপলক্ষে ময়মনসিংহ জুড়ে আছে জেলা প্রশাসন কর্তৃক বর্ষবরণের নানা আয়োজন।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল দ্বীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ শুরু হয়। প্রত্যেকটি আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়