 
										
																								মহাকাশে পৌঁছানোর পর গত এক মাস ধরে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ব্যস্ত সময় পার করছেন শেনচৌ-১৮ মহাকাশযানের নভোচারীরা।
স্টেশনের সরঞ্জাম পরীক্ষা ও মেরামত, স্টেশনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ, স্টেশনের বাইরে নতুন সরঞ্জাম ইন্সটল,স্পেস ওয়াক এবং মহাকাশে নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছেন তিন নভোচারী।
এদিকে মহাকাশে সামুদ্রিক জীব নিয়ে পরিচালিত গবেষণায় মূল্যবান তথ্য পেয়েছেন তারা। এই গবেষণাগুলো ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান এবং এমনকি অন্যান্য গ্রহে মানুষের বসবাসের পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নভোচারীরা চারটি জেব্রাফিশ এবং কিছু হর্নওয়ার্ট নিয়ে এ সংক্রান্ত গবেষণা করছেন।
গবেষণায় দেখা গেছে, জেব্রাফিশগুলো মাইক্রোগ্রাভিটির মধ্যে অস্বাভাবিক আচরণ করছে। অস্বাভাবিক আচরণের মধ্যে রয়েছে- উল্টো দিকে সাঁতার কাটা, একই স্থানে ঘোরা।
জেব্রাফিশের উপর গবেষণা বিজ্ঞানীদের মাইক্রোগ্রাভিটির প্রভাবগুলো আরও ভালভাবে বুঝতে এবং মহাকাশচারীদের জন্য নিরাপদ নতুন প্রযুক্তি তৈরি করতে সাহায্য করবে।
শেনচৌ-১৮ চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন, যা এপ্রিল মাসের ২৫ তারিখ তিনজন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ছয় মাস অবস্থান করবেন।





































