
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ০৬/০৫/২৪ তারিখে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার রংধনু জেনারেল হাসপাতালে রওশন আরা (৫৫) নামে এক মুমূর্ষু রোগীকে রক্ত দান করেন।
মুমূর্ষ রোগী রওশন আরার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা এলাকায়। ওই এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী তিনি। ৪-৫ দিন আগে তিনি ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামে তার পুত্র রাসেলের শ্বশুড় আলমগীর হোসেনের বেড়াতে আসেন।
আসার পর জরায়ুতে টিউমারজনিত রোগে তীব্র ব্যথা শুরু হয়। এরপর তার পুত্রবধূ তুপসী তাকে ফুলপুর রংধনু হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর ডাক্তার জানান যে, বি+ রক্ত লাগবে রোগীর। পরে ‘ফুলপুর হেল্পলাইন’ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. হাসিবুল ইসলাম ‘বি+ রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন।
তিনি লেখেন, ‘একজন মুমূর্ষু রোগীর জন্য ইমার্জেন্সি এক ব্যাগ বি+ রক্তের প্রয়োজন। আছেন কি কেউ, বি+ রক্ত দিতে পারবেন, প্লীজ?’ এই স্ট্যাটাসটি ফুলপুর উপজেলা