
সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেন্ট)
ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া ১০ জুলাই, ২০২৪ জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর পরিদর্শন করেন।
শুরুতেই বিভাগীয় কমিশনার মহোদয়কে জামালপুর সার্কিট হাউজে ফুলেল অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শফিউর রহমান ।
অতঃপর সমবেত পুলিশের একটি চৌকষ দল কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এসময় জামালপুর জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনের শুরুতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মোতাবেক ৫০,০০০ বৃক্ষরোপণের শুভ সূচনা করেন সসম্মানিত বিভাগীয় কমিশনার।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপণ শেষে তিনি "সর্বজনীন পেনশন স্কিম হেল্পডেস্ক" এবং "মিনি কনফারেন্স রুম" উদ্বোধন করেন।
অতঃপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা পরিদর্শন করেন এবং এপিএ ২০২৪-২৫ বাস্তবায়নকল্পে সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নকল্পে "শুদ্ধাচার এবং নেতৃত্ব" বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ।
সম্মানিত জেলা প্রশাসকের সভাপতিত্বে এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনারবৃন্দ এবং বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, জামালপুর জেলার সকল উপজেলার সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ।