
দেশে ফিরেছে সাফজয়ী নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছায় দলের সদস্যরা। এরপর তাদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়। এই বাসে করেই বাফুফেতে আসবেন সাবিনারা।
নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।
এসএটি/জেডএম