
চীন জুড়ে চলছে পর্যটন মৌসুম। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সিংহুয়া সিটির জলাভূমি পার্কে ঘুরছেন পর্যটকরা। কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন সিটির ইয়াংশুও কাউন্টির নদীতে বাঁশের ভেলায় চলছে নৌভ্রমণ। শানতোং প্রদেশের থেংচৌ সিটির ওয়েইশান লেকের জলাভূমি পার্কে জমেছে পর্যটকের ভিড়।
কানসু প্রদেশে তুনহুয়াং সিটির গোবি মরুভূমিতে পর্যটকরা উটের পিঠে চড়ে বেড়াচ্ছেন।
চীনে এখন সাংস্কৃতিক পর্যটন বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের বিশেষ সংস্কৃতি, খাদ্য ও প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য আসছেন পর্যটকরা। চীনের অর্থনীতিতে একটি বড় অবদান রাখছে পর্যটন শিল্প।