ঢাকা,   রোববার ০৫ মে ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ভরে উঠছে নদী, বন্যার শঙ্কা

প্রকাশিত: ০৯:০৮, ১৮ জুন ২০২৩

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ভরে উঠছে নদী, বন্যার শঙ্কা

সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, চলতি, বৌলাই, চেলা, পিয়াইনসহ প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল স্বল্প সময়ের জন্য প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

তবে এখন পর্যন্ত কোনও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। চলতি বছর মৌসুমি বায়ু সক্রিয় না হওয়ায় বর্ষার আগমন এক থেকে দেড় মাস পিছিয়েছে। যেটা গত বছর এপ্রিলেই শুরু হয়েছিল। গতবারের তুলনায় এবার বর্ষা শুরু হতে এক মাস দেরি হয়েছে। দীর্ঘ সময় সুনামগঞ্জবাসী তীব্র দাবদাহ সহ্য করেছেন। প্রচণ্ড রোদে শুকিয়ে যায় হাওরগুলো।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়